এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নারী চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, চা বাগানে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। কোন নারী যাতে বৈষম্য বা নির্যাতনের শিকার হয় সে ব্যাপারে চা শ্রমিক ব্যবস্থাপনা বিভাগ ঐক্যমত।
বেসরকারি সংস্থা প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকি খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও মো. মহিউদ্দিন।
প্রচেষ্টার প্রোগ্রাম কো অর্ডিনেটর মুক্তা রানী দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁইয়া, সহকারি কৃষি অফিসার বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিরাজ নগর চা বাগানের ম্যানেজার শামীম আহমদ চৌধুরী, লোহাইউনি জা বাগানের ম্যানেজার মাহমুদ হাসান প্রিন্স, চা শ্রমিক নেতা রামভজন কৈরি ও সঞ্জু গোস্বামী প্রমুখ।
সভায় কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ২৫টি চা বাগানের কিশোরি ও নারী ফোরামের সভাপতি, পঞ্চায়েক সভাপতি ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।##
Leave a Reply