কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ে শোকসভা শনিবার বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল জমে ওঠেছে প্রবীণ-নবীনদের নেতৃত্বের লড়াই কুলাউড়ায় আ’লীগ নেতা রুবাব মেম্বার আটক লুট হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথরেই প্রতিস্থাপন করা হচ্ছে অফিসে প্রকাশ্যে ‘ধূমপান’ করে ভাইরাল’ সেই প্রকৌশলী বড়লেখায় বদলি : সেবাপ্রার্থীদের সাথে অসদাচরণ বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৯ কুড়িগ্রাম সীমান্তে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি আত্রাই নদীর পানি বৃদ্ধি : কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুরআন তিলাওয়াত দিয়ে নবীনবরণ প্রোগ্রামের সূচনায় শিক্ষার্থীদের আপত্তি কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা স্ত্রীর মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি লিখিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। যার অনুলিপি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়ার ইউএনও বরাবরে দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তানজিল খান, শামীম আহমদ ও ফারহাদ হোসেন স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নান গত ২৪ জানুয়ারি মারা গেলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শুন্য হয়। তার মৃত্যর একদিন পরে অর্থাৎ ২৫ জানুয়ারি কলেজ পরিষদের সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে ৫ জন শিক্ষকের নামের একটি আবেদন প্রেরণ করেন। সেই আবেদনে এক নম্বরে মোহাম্মদ আবুল কালাম সহকারি অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ এবং ২ নম্বরে মো: আব্দুল বাকির নামোল্লেখ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য। জৈষ্ঠ্যতা নিয়েও রয়েছে জটিলতা। এছাড়া তালিকার ২ নম্বর ব্যক্তি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এরা গত ৫ আগষ্টের চাড়ান্ত আন্দোলনের পূর্বে তাদেও সংগঠনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি ধামকি এমনকি কলেজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এছাড়া নানা অনিয়ম ও দুর্নীতির সাথে তারা জড়িত।

গত ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কোন রকম যাচাই বাছাই না করে মোহাম্মদ আবুল কালামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। যার ফলে কলেজে ছাত্র ও শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যা সংঘাতে রূপ নিতে পারে। ফলে কুলাউড়া উপজেলা সর্বোচ্চ বিদ্যাপীটে একজন সৎ ও নিরপেক্ষ ব্যক্তিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া প্রয়োজন।

এ ব্যাপারে কুলাউড়া সরকারি কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুলাউড়ার ইউএনও মো: মহি উদ্দিন জানান, একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি যদিও আমার এখতিয়ার বহির্ভুত। তারপরও আমি খোঁজ নিয়ে দেখবো।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। আমি কুলাউড়ার ইউএনওর মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews