বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমদ মিঠু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হোসেন মুনিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, খেলাফত মজলিস সভাপতি কাজী এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নছিব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান প্রমুখ।
Leave a Reply