বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা জাতীয় ইমাম সমিতি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী হানাদার কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে সোমবার (১৪ এপ্রিল) বাদ যোহর বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক পদক্ষীণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বড়লেখা উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর পরিচালনায় ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা জামেয়া ইসলামীয়া আজিমগ দারুল উলুম টাইটেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা শায়েখ খায়রুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এমএম আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান, ফয়সাল আলম স্বপন, প্রভাষক তারেক আহমদ, জাতীয় ইমাম সমিতির পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ।
বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদ জনতার অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে উত্তর বাজার হয়ে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়। শেষে উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলামের দুআ ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।
Leave a Reply