বড়লেখা প্রতিনিধি::
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম (পদাতিক) বলেছেন, বিজিবির কর্মপরিধি শুধু সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোসহ নিয়মিত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে সীমান্ত এলাকায় নানাবিদ মানবিক কার্যক্রম চালিয়ে থাকে। যুব সমাজকে মাদকের দিকে ঝোঁকতে দেওয়া যাবে না। তাদেরকে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে সীমান্তে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
তিনি রোববার দুপুরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাল্লাথল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিজিবি আয়োজিত ‘সীমান্ত হত্যা প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির ভুমিকা এবং জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্থানীয় জনসাধারনের সচেতনতা ও বিজিবি সদস্যদের দায়িত্বশীল ভুমিকার কারণে এই এলাকার সীমান্তে সীমান্ত হত্যা শূন্যের কোটায় রয়েছে। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র নৃ-গোষ্টী, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, চা বাগান কর্মকর্তা-কর্মচারি, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
বিজিবি পাল্লাথল বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার রমজান আলীর সভাপতিত্বে ও হাবিলদার রেজাউল করিমের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুর হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পাল্লাথল চা বাগানের ম্যানেজার খয়ের চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনকি সম্পাদক কাজী রমিজ উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য ইসলাম উদ্দিন মিন্টু, খাসিয়া পুঞ্জির মন্ত্রী সাবেক ইউপি সদস্য লোকাশ বাহাদুর, সাবেক মন্ত্রী কোয়ান সিং, চা বাগান স্টাফ অঞ্জন দাস প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply