নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল মান্নান। বুধবার (১৮ জুন) রাত ১১টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। পূর্ববর্তী ওসি শাহাবুদ্দিনের বদলিজনিত কারণে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নবাগত ওসি মো. আব্দুল মান্নান তার দায়িত্ব গ্রহণের পর বলেন, ‘আত্রাই থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও যোগ করে বলেন, ‘আত্রাইয়ের জনগণের সঙ্গে সমন্বয় করে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব। পুলিশ-জনতা সম্পর্ক আরও জোরদার করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি তার দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বলেন, অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীরসমর্থন পেলে আত্রাইকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করতে কাজ করে
যাবেন।
নতুন ওসির যোগদানে আত্রাই থানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানিয়েছেন। এলাকাবাসীও তার সফলতা কামনা করেছেন। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply