এইবেলা ডেস্ক: : দীর্ঘ সাড়ে ৫ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীতে যোগদান করলেন বড়লেখার বহুল আলোচিত ব্যবসায়ি সাইদুল ইসলাম। শনিবার (৪ অক্টোবর) রাতে পৌরসভার আইলাপুর গ্রামে নিজ বাড়িতে কারামুক্তি উপলক্ষে অনুষ্ঠিত শুকরানা সমাবেশে জামায়াতে ইসলামীর ফরম পূরণ করে দলটির সদস্য হলেন সাইদুল ইসলাম। তিনি গত ২৮ সেপ্টেম্বর মৌলভীবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পান।
শুকরানা সমাবেশে সাইদুল ইসলাম বলেন, সর্বশেষ তিনি সিলেট বড়লেখা ব্যবসায়ী সমিতি ও সিলেট কল্যাণ পরিষদের সহ-সভাপতি এবং গাজিটেকা আইলাপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০২০ সালের বড়লেখা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে প্রতিদ্ব›দ্বীতা করেন। তৎকালীন শাসকদল কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করে।
এর আগে বড়লেখা পৌরসভা ১ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জাময়ায়েতের নায়েবে আমির ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বৃহত্তর গাজিটেকা সাত মৌজার সভাপতি শরফ উদ্দিন লুলু, মাওলানা আব্দুস শুক্কুর, জামায়াতের পৌরসভা সহ-সভাপতি ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক শামসুল ইসলাম, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামায়াত নেতা গুলজার আহমদ ফকু, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াত নেতা মখলিছুর রহমান, যুব বিভাগের পৌর সভাপতি ছাদ উদ্দিন, বর্ণি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আলী প্রমুখ।

জামায়াতে ইসলামীতে যোগাদানের ব্যাপারে সদ্য কারামুক্ত সাইদুল ইসলাম বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। একটি গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমার বিরুদ্ধে একে একে ১১ টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে আমাকে দীর্ঘ সাড়ে ৫ মাস কারাভোগ করিয়েছে। কিন্তু জনসাধারণের হৃদয় থেকে আমাকে মুছে ফেলতে পারেনি। জামায়াতে ইসলামী আমাকে সহযোগিতা করেছে, আমার সার্বিক খোঁজ-খবর নিয়েছে। দলটির নীতি-নৈতিকতার কাছে আমি চিরকৃতজ্ঞ।
তিনি আরো বলেন, আমি দীর্ঘ ২০ বছর থেকে জামায়াতে ইসলামীকে ফলো করছি। কারণ জামায়াত কোনো চাঁদাবাজের দল নয়, জামায়াত মজলুম, ন্যায়ের ও সুশৃঙ্খল একটি দল। আমি মনে করি, ইসলামই পারে দেশ ও জাতিকে প্রকৃত উন্নতির পথে নিয়ে যেতে।
বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন সদ্য কারামুক্ত সাইদুল ইসলামের জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি একজন মজলুম ব্যবসায়ী ও সমাজসেবক। দলমত নির্বিশেষে তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘ সাড়ে ৫ মাস কারারুদ্ধ রেখেছে। তিনি অনেক আগে থেকেই জামায়াতে যোগদানের চিন্তাভাবনা করে আসছিলেন। শনিবার তার নিজ বাড়িতে দলীয় ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply