এইবেলা নিউজ:: মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রোববার তিন ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করলেও এদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হওয়ায় অনুসারীদের চাপ ও আন্দোলনের মুখে প্রশাসন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অপর দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদে সেখানে অভিযান চালান জুড়ী সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত উত্তর সাগরনাল গ্রামের আব্দুর রশিদের ছেলে জামিল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ফুলতলা বাজারের ফরিদ মিয়ার ছেলে রায়হান আহমদকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া মাটি কাটায় সহযোগিতার অভিযোগে বিরইনতলা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে তারেক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তারেক মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত। থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের উপজেলা ভূমি অফিসে নেওয়া হলে অভিযুক্ত তারেক মিয়ার ৪০-৫০ জন অনুসারী সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে জুড়ী থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় প্রশাসন তারেক মিয়াকে ছেড়ে দিতে বাধ্য হয়। অপর দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানা পুলিশ বিকেলে কারাগারে প্রেরণ করেছে।
এব্যাপারে ইউএনও মো. মারুফ দস্তেগীর জানান, অবৈধভাবে মাটি কাটার সময় সহকারি কমিশনার (ভূমি) তিনজনকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এদের একজন অপরাধের দায় স্বীকার করেনি এবং কতিপয় ব্যক্তির বিশৃঙ্খলার সুযোগে সে সটকে পড়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডিত দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করা হলে রোববার বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply