প্রয়োজন আমাদের হীন মানুষিকতার পরিবর্তন প্রয়োজন আমাদের হীন মানুষিকতার পরিবর্তন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবসের আলোচনা কুলাউড়ায় বিএএফ শাহীন কলেজ অভিভাবক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন অভিনেত্রী নওশাবা জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল  কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকান্ড : ডনের স্বীকারোক্তিতে দা উদ্ধার কমলগঞ্জে টিলাকেটে ঝুঁকিপূর্ণ বসতঘর; দুর্ঘটনার আশঙ্কা ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ৩০৮১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কুড়িগ্রামে জিআরের চাউলের স্লিপ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৬ নিটার প্রশাসনের ইফতার মাহফিল আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ  নাগেশ্বরীতে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা

প্রয়োজন আমাদের হীন মানুষিকতার পরিবর্তন

  • শনিবার, ২০ জুন, ২০২০

এম.আতিকুর রহমান আখই ::

সংশয় সংকট উদ্বেগ উৎকন্ঠা আর মহা আতংকের মধ্যে প্রবাহিত হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণের কারনে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে জনজীবন। দিন যতই যাচ্ছে ততই পরিস্থিতি জটিল আকার ধারণ করছে।করোনার ভয়াল ছোবলে ক্ষত- বিক্ষত দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ সহ বেঁচে থাকার সকল উৎস। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে সরকার প্রধানসহ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে।

মৃত্যুর মিছিল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কয়েক লক্ষ মানুষ, বিশ্বের বিভিন্ন দেশে সারিবদ্ধ লাশের মৌন মিছিল কাঁদিয়েছে আবাল বৃদ্ধ বনিতাসহ সকল জাতি ধর্মের মানুষকে। দল-মত জাতি ধর্ম নির্বিশেষে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর জন্য চোখের পানি ফেলেছেন সবাই। করোনা দল, মত, ধর্ম, বর্ণ, গরীব, ধনী, শিক্ষিত, মুর্খ, নেক কার, গুনাহগার, এসব কিছু দেখে আক্রমণ করছে না। রাজা, বাদশা, মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, উকিল মুক্তার, মুল্লা মুনশি, ঠাকুর পুরোহিত, কাউকেই ছাড় দিচ্ছে না এই অদৃশ্য মহাশক্তি।

কারো অগ্রহায়ণ মাস আর বাকিদের সর্বনাশ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে জন জীবন অতিষ্ট, ইতিমধ্যেই অর্থনীতির বারোটা বেজে গেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবত কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলুর নুন আনতে পান্তা পুড়ছে। কিন্তুু ভাগ্য খুলে গেছে কিছু অসাধু ব্যবসায়ীর, করোনা পরিস্থিতিকে পুঁজি করে এসমস্ত রাঘব বোয়ালরা সিন্ডিকেট তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুদ করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পন্য সামগ্রির মুল্য বৃদ্ধি করছে তাদের ইচ্ছা মতো। বাংলাদেশের নামকরা শিল্পপতিরা এই সিন্ডিকেট তৈরি করলেও তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছেনা কোন আইনি ব্যবস্থা, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার এই সিন্ডিকেটের কাছে জিম্মি। সাধারণ মানুষ মনে করেন করোনা ভাইরাস সিন্ডিকেট তৈরি কারি অসাধু ব্যবসায়ীদের জন্য অগ্রহায়ণ মাস আর ভুক্তভোগীদের জন্য সর্বনাশ।

আক্রান্তদের প্রতি বিরূপ ধারণা

করোনা নামক মরণ ব্যাধিতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ, সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ছবিসহ প্রকাশিত হচ্ছে আক্রান্তদের তালিকা। এক পলকেই জানা যাচ্ছে, কে সেই ব্যক্তি কি তাঁর নাম ঠিকানা। হয়তোবা আমাদের পাড়া মহল্লার কেউ, বা নিকট আত্বীয় ও হতে পারেন, আমাদের দায়িত্ব স্বাস্হ্যবিধি মেনে তাঁকে সহযোগিতা করা,উৎসাহ উদ্দীপনা দেয়া,নিয়মিত খোঁজ খবর রাখা, সহমর্মিতা প্রকাশ করা ও সামাজিক সাপোর্ট দেয়া। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভিন্ন পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে আশপাশের মানুষের মানুষিক অবস্থা দেখলে মনে হয় যেনো আক্রান্ত ব্যক্তি দেশ, সমাজ ও ধর্ম বিরোধী মহা অপরাধ করে ফেলেছেন। তিনি সমাজচ্যুত হয়ে গেছেন, তাঁর প্রতি এক ধরনের ঘৃনা প্রদর্শনের হীন মানুষিকতা অনেকের মধ্যে প্রতিয়মান হয়। যা, ধর্ম,রাষ্ট্র বা সমাজ কোনটাই সমর্থন করে না।

মৃতদের সমালোচনা

ঘাতক করোনা ভাইরাসের আক্রমণে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মৃত্যুর সংখ্যা হাজার অতিক্রম করেছে অনেক আগেই। সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদ,মন্ত্রীসহ অনেক বরেন্য ব্যক্তিবর্গ ও মৃত্যু ভরন করেছেন, অনেকে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কিন্তুু দুঃখজনক হলেও সত্য যে, অনেকের মৃত্যু নিয়ে ট্রল করছেন লাগামহীন ভাবে, মৃত্যু সজ্জায় সজ্জিত অনেকের মৃত্যু কামনা করে বা মৃত্যু হয়েগেছে মর্মে পোস্ট দিয়েছেন দেদারসে,আবার কিছু মানুষের মৃত্যুতে উল্লাস প্রকাশ করছেন অনেকে যা মানুষিক ভাবে সুস্থ কোন মানুষের কাজ হতে পারেনা।আপনি বা আমি মৃত ব্যক্তির ভুল ত্রুুটি নিয়ে সমালোচনা করছি, দুনিয়াবি হালতে আপনার চোখে তিনি অপরাধী হলেও মালিক ও মাওলার দরবারে হয়তোবা তিনি নিরপরাধ। হাজারো ভুল কাজের মধ্যে হয়তো তিনি এমন একটি ভালো কাজ করেছেন যা, রাব্বুল ইজ্জতের কাছে অতি পছন্দনীয়। আপনার হাতে মোবাইল আর প্রচার মাধ্যম থাকার কারনে আপনি যে ইচ্ছা মতো আরেকজন মৃত ব্যক্তির বিরুদ্ধে লিখে যাচ্ছেন( যার আত্যপক্ষ সমর্থনের কোন সুযোগ নেই) আপনার মৃত্যুর পর যদি এহেন পরিস্থিতি সৃষ্টি হয়? শেষ বিচারের দিনে আল্লাহ পাক এর দরবারে যদি আপনাকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে এর উত্তর চাওয়া হয়, তাহলে কি জবাব দিবেন?

অতএব পন্য সামগ্রি মজুদ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, অসুস্থ ও মৃত ব্যক্তিদের নিয়ে অহেতুক সমালোচনার মত হীন মানুষিকতা পরিহার করে সুন্দর স্বাভাবিক উদারচিন্তার জীবন ব্যবস্থা গড়ে তুলাই এখন সময়ের দাবি। আমাদের প্রয়োজন হীন মানুষিকতার পরিবর্তন। #

লেখক পরিচিতিঃ বার্তা প্রধান কেবিসি নিউজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews