এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া পৌরসভার যানজট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে কিছুটা সময় লাগলেও পরিকল্পিত ভাবে পৌরবাসীকে একটি টেকসই সমাধান দেয়া হবে। যা পৌরসভাকে আধুনিক রুপ দেবে। আমার কুলাউড়া পত্রিকার নতুন অফিসের উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আমার কুলাউড়া পত্রিকার অফিসে পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়, দি আওয়ার টাইম পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন দেব রতন এর সভাপতিত্বে এবং আমার কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক জীবন রহমান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দিনকাল ও সীমান্তের ডাক এর সিনিয়র প্রতিবেদক মোক্তাদির হোসেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় কুলাউড়ার সম্পাদক নাজমুল বারী সোহেল উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আবু সায়েম রুমেল, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু, এবি ব্যাংক আউটলেট অফিস ইনচার্জ হিমেল রহমান, আমার কুলাউড়া পত্রিকা ষ্টাফ রিপোর্টার ইয়াছিনুর রহমান নাইম, মিফতাউল ইসলাম মিফতা, ফারহানা রিমি। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আমার কুলাউড়া পরিবারের সদস্যবৃন্দ।
মেয়র পৌরসভার প্রতিটি ভালো কাজে কুলাউড়ার সাংবাদিকদের সহায়তা কামনা করেন। সভার শেষে মেয়রকে পত্রিকার পক্ষ থেকে ক্রেষ্ট উপহার দেয়া হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে খোলা মেলা আলোচনা শেষে আমার কুলাউড়ার পত্রিকা পক্ষ থেকে সবাইকে আপ্যায়িত করা হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply