বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে জামায়াতের আলোচনা সভা বড়লেখার কামড়িখাল জলমহাল ইজারার দূরত্ব যাচাই প্রতিবেদন-অভিযুক্তদের দিয়ে পুনঃতদন্ত! সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আটক জুড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা : দ্রুত আসামি গ্রেফতার দাবিতে স্মারকলিপি গণমাধ্যমে সংবাদ প্রকাশ- হাকালুকির রনচি বিলে অভিযান : ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ বড়লেখায় ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গ্রেফতার কুড়িগ্রামে প্রতিবন্ধি ব্যক্তিদের আয়বর্ধক কাজের জন্য ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  কমলগঞ্জে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসকের মতবিনিময় কুলাউড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ

  • সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

এইবেলা, বড়লেখা ::

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ। নারী ভোটারের উপস্থিতি লক্ষনীয় হলেও ভোট গ্রহণের অস্বাভাবিক ধীরগতির কারণে তারা মারাত্মক দুর্ভোগ পোয়াচ্ছেন। কেউ কেউ ৩/৪ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছেন। বেলা ২ টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ২০ থেকে ৩৫ ভাগ ভোটগ্রহণ সম্পন্ন হতে দেখা গেছে।

সরেজমিনে জানা গেছে, বড়লেখা সরকারী কলেজ ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ১৯২০ জন। দুপুর দেড়টায় এ কেন্দ্রে ৬২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানালেন প্রিসাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। ভোট কেন্দ্র প্রাঙ্গণের ভোটারের দীর্ঘ লাইন। কিন্ত ভোটগ্রহণের ধীর গতিতে ভোটাররা দুর্ভোগ পোয়াচ্ছেন। একই চিত্র লক্ষ্য করা গেছে, বড়লেখা মডেল স্কুল, নারীশিক্ষা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মোহা¥দীয়া আলিয়া ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জানান, বড়লেখা পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ চলছে। ইভিএম পদ্ধতি ভোটারদের নিকট পরিচিত না হওয়ায় কিছু বুথে ধীর গতিতে ভোটগ্রহণ চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১০টি ভোট কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনধরণের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews