কালো মেয়ে
তৌহিদুর রহমান
মেয়েটি কালো তবে মায়ায় ভরা মুখ
চোখ গুলো তার ডাগর ডাগর, দেখেই সুখ।
দাঁত গুলো তার রুপার মতো,
হাসলে মুক্তা ঝরে।
কাজল কালো চুল গুলো তার
পিঠে ছড়িয়ে পড়ে।
তবুও তার নেই আনন্দ,
মুখটা অতি ভার।
সবাই তাকে কালো বলে,
শক্তি নাই সহিবার।
তারও যে মন আছে,
আছে ভালবাসা।
একথাটি বুঝিবার
নেই কোন আশা।
তারও তো ইচ্ছা হয় বলিবার
তোমায় ভালোবাসি।
কালো কালো শুনে তার
মনের সাহস গিয়াছে ভাসি।
ইচ্ছা তাহার ভালোবাসুক কেউ,
জড়িয়ে রাখুক বুকে।
ভালবাসি তোমায়
যেন বলতে পারি সুখে।
ভাবে সে দিনরাত,
কবে আসিবে প্রাণনাথ।
ভালবাসার ঢালা সাজিয়ে,
নিয়ে যাবে তারই সাথ।
মনে মনে ভাবে সে
উজাড় করিয়া বাসিবো ভালো।
দুঃখ কষ্ট দূর করিয়া
জ্বালাবো প্রেমের আলো।
মায়ার জালে বাঁধিবো তারে,
রাখিবো বাহুডুরে।
আপন করিয়া রাখিবো তারে,
দেবনা যেতে দূরে।
জীবন তরী ভাসাইবো তাহার সনে,
আহা কি সুখ।
মানিবো না কোনই বাঁধা,
যতই আসুক।
সব কিছু তার কল্পনাতেই থাকে,
সাহস নাই বলিবার।
সবাই যে কালো কালো করে,
তার ইচ্ছা নাই আর মরিবার।
Leave a Reply