কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হাসনাবাদ ইউনিয়নের রেশনের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
গতকাল হাসানাবাদ ইউনিয়নের মনিয়াহাট গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ওমর আলী তার লিখিত অভিযোগে বলেন-আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সরকার ঘোষিত দশ টাকা কেজির চাউলের একটি কার্ড প্রাপ্ত হই।
আমার কার্ড নং-১২৮৭ । আমি ওই কার্ড দিয়ে অনেক দিন যাবৎ চাউল উত্তোলন করে আসছি। গতকাল ১০নভেম্বর আমি ডিলারের নিকট কার্ড জমা দিয়ে স্লিপ নিয়ে চাউল উত্তোলন করে বাড়ী যাবার পথে উক্ত ইউনিয়নের চাউল বিতরণের ডিলার ইদ্রিস আলী হাসনাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আমাকে নৌকা মার্কায় ভোট দিতে বলেন।
আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব বললে সে এবং তার লোকজন আমাকে মারধর করে আমার রেশনের ৩০ কেজি চাউলে বস্তা কারিয়া নিয়ে যায়। আজ ১১ নভেম্বর ওমর আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।
ঘটনার বিষয়ে হাসনাবাদ ইউনিয়নের রেশনের চাউল বিতরণের ডিলার ও চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর সাথে মোবাল ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নাই। ওমর আলী বলেন, আমি গরীব মনুষ,আমার নামে বরাদ্দ রেশনের চাউল ও কার্ড ফেরত চাই।#
Leave a Reply