ভালো যদি নাই বাস
শ ম্পা দ ত্ত দা শ গু প্ত
ভালো যদি নাই বাস,
তবে কেন কাছে আস?
আঁখি জলে ভাসাতে আমায়
ছলনার মায়া জালে,
অকারণে বেঁধে ফেল-
কেন দাও যাতনা আমায়।
কেন চোখে ছবি আঁক,
যদি নাহি কথা রাখ —
রেখে মোরে শুধু হতাশায়।
এখন তো রাত বাকী,।
চলে গেলে দিয়ে ফাঁকি —
মধু নিশি কাটে যাতনায়।
মজিয়ে গো মধু রসে,
হারিয়ে দিলে যে দিশে —
কাঁদালে কেন চির বিরহ ব্যাথায়।
Leave a Reply