পর্যটকদের পদচারণায় মুখর মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরও ১৭ নেতাকর্মীকে অব্যাহতি ধানের শীষকে বিজয়ী করতে মাঠে ঝাঁপিয়ে পড়ুন- এম নাসের রহমান কমলগঞ্জের শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ

পর্যটকদের পদচারণায় মুখর মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক

  • শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখার মাধবকু- জলপ্রপাত ও ইকোপার্কে বছর জুড়ে পর্যটকদের ভীড় লেগেই থাকে। তবে বিভিন্ন উৎসবে পর্যটকদের সমাগম একটু বৃদ্ধি পায়। এতে মুখরিত হয়ে উঠে পর্যটন এলাকা। হাসি ফুঠে স্থানীয় ব্যবসায়ীদের মুখে। এবার মহান বিজয় দিবসের ছুটিতে প্রকৃতির পরশ পেতে মাধবকুন্ডে ভীড় জমাচ্ছেন পর্যটকরা।

Manual1 Ad Code

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় উৎসবের দিন বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মাধবকুন্ড জলপ্রপাতে প্রায় ৪ হাজার পর্যটকের সমাগম ঘটেছে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ভীড় করছেন মাধবকুন্ডে । এতে বেচাকেনা ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে ওঠেছে।

সরেজমিনে শনিবার দুপুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে বেড়াতে আসছেন। স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হচ্ছে।

যশোর থেকে মাধবকুন্ডে ঘুরতে আসা আকলিমা বেগম বলেন, দীর্ঘদিন কোথাও ঘোরা হয়নি। করোনার কারণে ঘরবন্ধি ছিলাম। আমার স্বামী সরকারি চাকরিজীবী। বিজয় দিবসের কারণে তার (স্বামীর) ছুটি মিলেছে। তাই তাকে সঙ্গে নিয়ে সঙ্গে মাধবকুন্ডে ঘুরতে এসেছি। এখনকার প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি।

Manual2 Ad Code

ফটিকছড়ি থেকে আসা ব্যবসায়ী নির্মল চক্রবর্তী বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা মাধবকু- দেখার। কিন্তু সময় পাচ্ছিলাম না। বিজয় দিবসে মাধবকুন্ডে আসব বলে পরিকল্পনা করে রেখেছিলাম। তাই পরিবার নিয়ে এসেছি। এখানে এসে বেশ ভালো লাগছে। রাস্তা-ঘাটও ভালো। আসতে কোনো সমস্যা হয়নি।

মাধবকুন্ডের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রণীত চাকমা বলেন, পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। আগত পর্যটকরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাতে পাহাড় চূড়ায় না উঠতে পারে, সেজন্য পুলিশ সর্তক আছে।

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, মাধবকুন্ডে বছরজুড়ে কমবেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে বিভিন্ন উৎসবে এখানে পর্যটক সমাগম বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন স্থানের পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকরাও মাধবকুন্ডে বেড়াতে আসেন। বিজয় দিবসের ছুটি পেয়ে এখানে অসংখ্য পর্যটক এসেছেন। পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। পাশাপাশি আমাদেরও নজরদারি ছিল।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!