কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২১ শে জানুয়ারি (৭ মাঘ) সকাল ১০:০০টায় বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ও সকাল ১১:৩০ টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়(পাইলট) মাঠ প্রাঙ্গণে ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন এর আয়োজনে, ডিয়ার এক্স টিমের সহযোগিতায় ৫শতাধিক তৃতীয় লিংঙ্গ, অসহায় -দরিদ্র শীতার্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ডিয়ার এক্স টিমের এডমিন শ্যামলী আফরোজ বলেন,আমরা ডিয়ার এক্স গ্রুপ এই নিয়ে ৪র্থ বারের মত শীতার্তের পাশে আমাদের সাধ্যমত যতটুকু পেরেছি অসহায় -দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। আমারা নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আগামীতেও এই ধরনের সেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখব।
এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম উপদেষ্টা ফুলবাড়ী ব্লাড ব্যাংক, আজিজার রহমান (মাস্টার) সমাজ সেবক, ডিয়ার এক্স টিমের সাদিক জিলানী এডমিন, হাসান ওয়াহিদ এডমিন, কাজি জান্নাতুল এডমিন, আজহারুল ইসলাম এডমিন, সাব্বির আহমেদ এডমিন, ফাহাদ ওয়াহেদ, ফুলবাড়ী ব্লাড ব্যাংক এর সভাপতি এনামুল হক বসনিয়া, অন্তু চৌধুরী সমাজ সেবক, সজল পোদ্দার, তমাল, শাহিন, জাকির,ধনেশ, আবির রাজ, আকরাম হোসাইন, রবিউল ইসলাম নাইক, জীবন প্রমূম।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply