মো : বুলবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ::
“সকলে মিলে শপথ করি,বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদ হলরুমে (0৭ ফেব্রুয়ারি) আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটারফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ মুক্ত সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ১নং থেতরাই ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা,
আরো উপস্থিত ছিলেন, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর আমীন সরকার, ইউনিয়ন বিবাহ নিবন্ধক মোঃ ওয়াহেদ আলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, চ্যাম্পিয়ন বাবা, ইমাম, ঘটক, শিক্ষক, ও ইউনিয়ন যুব ফোরাম সদস্য প্রমুখ। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply