এইবেলা, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে খাবারের সন্ধানে বেরিয়ে আসা ১টি লজ্জাবতী বানর আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে সাংবাদিকদের সহযোগীতায় আটক লজ্জাবতী বানরটিকে মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকাল ১০টায় বানরটিকে একটি নির্মাণাধীন ভবনের ছাদে পাওয়া যায়।
সাংবাদিক সুব্রত দেবরায় জানান, ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে নির্মাণকৃত এমএম মার্কেটের ছাদে গত রোববার মধ্যরাতে লজ্জাবতী বানরটিকে দেখতে পান মার্কেটের নাইটগার্ড। সোমবার সকালে নাইটগার্ড বিষয়টি মার্কেটের স্বত্বাধীকারী মাইদুল হাসান রিপনকে জানালে সকালে স্থানীয় জনতা বানরটিকে আটক করে। বানরটি আটকের খবর পেয়ে স্থানীয় তিনজন সাংবাদিক ছুটে গিয়ে জনতার হাত থেকে রক্ষা করেন। পরে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন বিরল লজ্জাবতী বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গলস্থ রেঞ্জার মোনায়েন হোসেন লজ্জাবতী বানর উদ্ধারের কথা স্বীকার করেছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply