স্বাধীনতা আমাদের ভুখা পেটে লাথি ,
আধপেটা খেয়ে খাটা দিনভর
কম দরে বেচে দি সোনার ফসল ।
মহাজানি দেনার দায়ে ভিটে মাটি চাটি ।
বাবুদের আবদারে কাম ফেলে মিছিলেতে হাঁটি ।
মজুরির ছ’আনা ঠিকাদার খাবে –
করুণার মোটা চাল দু টাকা কিলো ।
ঠকে ঠকে শিখলাম কত—-
সাইক্লোনে নেবে ফসল , বন্যাতে ভিটে —
মাথাটা নত হবে ভিক্ষার দানে ।
কুনজরে বরবাদ বিবি , বাছা ভুগে ভুগে ।
ধন নয় , মান নয় জনসংখ্যাটা বাড়ে –
কিসে যে অধিকার বুঝি না যে তাই ,
বুঝি না বুঝি , দেশ বন্দনা করি ,
ভয়ে সন্ত্রাসে থাকি বেঁচে – থেকে মরি ,
কাটা ঘুড়ির মত লাট খেয়ে মরি ।
Leave a Reply