আজিজুল ইসলাম ::
দেখতে দেখতে ৭টি বছর অতিক্রম করে ৮ম বছরে পা দিয়েছে আপনাদের ভালোবাসায় সিক্ত এইবেলা। এই পথ পরিক্রমায় আমাদের সহযাত্রীদের জানাই রক্তিম অভিবাদন।
এইবেলা তার জন্মলগ্ন থেকে সত্য আর বাস্তবতার সাথে লড়াই করে এগিয়ে চলেছে। নীতির প্রশ্নে কখনও আপোষ করেনি। সেই সাথে সত্য প্রকাশে কথনও বিচলিত হয়নি।
এইবেলা’র জন্মদিন ও বাংলা নববর্ষ এক সাথে হওয়ায় এটি আমাদের কাছে বাড়তি আনন্দের দিন। কিন্তু যেহেতু সংযমের মাসে এই দিনটি হওয়ায় আমরা দিবস উদযাপনেও সংযত থেকে গেলাম।
এইবেলা বিগত দিনে পাঠকের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে আমাদের এই পথপরিক্রমায় ১২ সহস্রাধিক পাঠককে সহযাত্রী হিসেবে পেয়েছি। অনেকে হয়তো এই সংখ্যাটাকে কম বলবেন। কিন্তু আমরা কম বলিনা। কারণ আমরা সস্তা জনপ্রিয়তার পথ মাড়াইনি।
এইবেলা’র এই পথপরিক্রমাটাও ছিলো পঙ্খিল। সংবাদ প্রকাশের জন্য হুমকি ধামকি ছিলো। তবুও পথচলা রুদ্ধ হয়নি। শুধু তাই নয় অর্থর্নৈতিক টানপোড়েনতো নিত্যসঙ্গী। অর্থর্নৈতিক কারণে বাধাগ্রস্থ হয়েছিলো পথচলা। ৮ম বছর তাই পাঠকের কাছে নিরবিচ্ছিন্ন সংবাদ প্রকাশ অব্যাহত থাকবে।
এই পথচলায় যারা সহযাত্রী তাদেরকে এইবেলার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। আগামী দিনগুলোতে অব্যাহত সহযোগিতায় এইবেলা এগিয়ে যাবে সততা ও বস্তুনিষ্ঠতাকে সাথে নিয়ে। সবার মঙ্গল কামনায়——
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply