এইবেলা, বড়লেখা::
বড়লেখায় লতিফা বেগম (৩৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। স্বামীর বাড়ির লোকজনের দাবী পারিবারিক কলহের জেরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির শুয়ারারতল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লতিফা বেগম শুয়ারারতল এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে গৃহবধু লতিফা বেগম বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে দ্রæত উদ্ধার করে হাসপাতালের দিকে রওয়ানা দেন। পথে লতিফা বেগম মারা যান।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লতিফা বেগমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply