ভালোবাসা পেলে মানুষ ফুল হয়, পাখি হয়
কখনো সশব্দ কলতানে বহতা নদী,
ভালোবাসায় মাঝে মধ্যে অসুস্থ হতে হয়
কাছে এসে সেবা-শুশ্রূষা করে যদি!
ভালোবাসায় প্রচন্ড অভিমান দরকার,
মাঝে মাঝে বিচ্ছেদ হোক দূরত্ব ঘোচাতে,
তারপর একদিন হয় যদি চুড়ান্ত বিচ্ছেদ, হোক!
অধিকার ছেড়ে দিতে পারে, আছে এমন ক’জন লোক!
ভালোবাসা ফুরালে সে গল্প হয়ে রবে
তারপর ফুল, পাখি ভালোবেসে কাটিয়ে দেবো জীবন
কে জানে কার মনে কী আছে, কী রবে
হয়তো অন্যের বুকে শুয়ে সে আমায় জড়াবে!
এইবেলা/জেএইচজে
Leave a Reply