এইবেলা, বড়লেখা ::
মৌলভীবাজারের বড়লেখায় ‘অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ’ অসচ্ছল পরিবারের মাস্টার্সে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী রহিমা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের প্রেসিডেন্ট পিডিবি’র অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম ও জেনারেল সেক্রেটারী আব্দুস সাত্তার ১০ হাজার টাকার আর্থিক সহায়তার এ চেক প্রদান করেন।
প্রতিবন্ধী রহিমা বেগম বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের জুতিরবন্দ গ্রামের হতদরিদ্র সাজ্জাদুর রহমান ও কমরুন বেগমের মেয়ে। শারীরিক প্রতিবন্ধকতা, আর্থিক সংকটসহ নানা প্রতিকুলতার মধ্যেও সে কৃতিত্বর সাথে প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষা অর্জন করছে। রহিমা বেগম সিলেট এমসি কলেজে দর্শণ বিষয়ে মাস্টার্স প্রথমবর্ষে পড়াশুনা করছে।
আর্থিক সহায়তার চেক প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের নির্বাহী সদস্য রনজিত কুমার পাল, মুদরিছ আলী, লাইফ মেম্বার আমির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply