বড়লেখা প্রতিনিধি::
বড়লেখায় ভুমি সেবাসহ সার্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এ্যাসিল্যান্ড নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি সেবা সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে আয়োজিত এক সভায় তার হাতে এ শ্রেষ্টত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এক প্রতিক্রিয়ায় জেলা শ্রেষ্ট সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন বলেন, বড়লেখা উপজেলায় প্রায় ১০ মাসের কর্মকালের মধ্যে অন্যতম সেরা প্রাপ্তি এটি। এজন্য তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বড়লেখা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের সার্বিক দিক-নির্দেশনায় বড়লেখাবাসীকে হয়রানিমুক্ত ভূমিসেবা দেয়ার চেষ্টা করছেন। বিশেষভাবে ধন্যবাদ জানান জেলা প্রশাসনে কর্মরত সকল সহকর্মীসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল সহকর্মীবৃন্দকে, যাদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় তার প্রাপ্তি অর্জন করা সম্ভব হয়েছে। এই প্রাপ্তির দায়বদ্ধতা আগামী দিনগুলোতে কর্মপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন।
Leave a Reply