বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখার আরকে লাইসিয়াম স্কুলের এসএসসি পরীক্ষার্থী জয়শ্রী দেবনাথ জয়া জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েও চরম অনিশ্চয়তার ভোগছে। চলতি মাসেই তার এসএসসি পরীক্ষা। আর পরীক্ষার মধ্যেই প্রতিযোগিতার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে জয়া এসএসসি পরীক্ষায় নাকি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তবে জয়া ও তার অভিভাবকসহ সংশ্লিষ্টরা এসএসসি পরীক্ষার পর এ প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন।
জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী জয়শ্রী দেবনাথ জয়া উপজেলা ও জেলার পর সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার-২০২১ প্রতিযোগিতায় ভরত নাট্যম ও সৃজনশীল নৃত্যে গ-বিভাগে প্রথমস্থান অর্জন করায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। চলতি মাসের ২৬ জুন থেকে এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। চ‚ড়ান্ত প্রতিযোগিতা ২৮ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শেষ হবে ১ জুলাই। অন্যদিকে চলতি মাসের ১৯ জুন থেকে জয়শ্রী দেবনাথ জয়ার এসএসসি পরীক্ষা শুরু। শেষ হবে ৬ জুলাই। এসএসসি পরীক্ষা চলাকালিন তাকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এ অবস্থায় একধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে জয়া।
জয়ার বাবা ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ জানান, আমার মেয়ে জয়শ্রী দেবনাথ জয়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষা একই সময়ে শুরু হচ্ছে। এখন সে পরীক্ষা দেবে নাকি ঢাকায় গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে তা নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।
বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন বলেন, জয়শ্রী দেবনাথ জয়া আমাদের একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী ছিল। সে জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে তা গর্বের ও আনন্দের। কয়েকদিন পর এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। শুনেছি সে এসএসসি পরীক্ষা দেবে। সংশ্লিষ্টদের উচিত তার পরীক্ষার কথা বিবেচনা করে প্রতিযোগিতার সময় পিছিয়ে নেয়া। যাতে সে পরীক্ষা দিতে পারে পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ বলেন, জেলার দুইজন এসএসসি পরীক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের তথ্য পাঠিয়েছি। পরীক্ষার কথা বিবেচনা করে প্রতিযোগিতার তারিখ হয়তো পেছানো হতে পারে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply