আঁধারেতে হাসি আমি আলোতে যে কাঁদি,
পৃথিবীটা ঘুমিয়ে গেলেই নিজেরে দেই ফাঁকি!
পৃথিবীর সব সুখই ভুলে থাকা যায়,
একটুখানি সুখের ছোঁয়া আমারে কাঁদায়।
মানুষ দিনের আলোয় পৃথিবীকে মুঠোয় পেতে চায়!
আমার কাছে পৃথিবীটা আঁধারেতেই সুখে থাকে,
আলোতে সে হারায়।
আঁধারে লুটায়ে প্রণয়ী লিপ্সা কুঁড়াই জলছায়া,
আঁধার সম্মোহনে খিল-কপাটে আবদ্ধ কায়া।
Leave a Reply