নতুন এক ফুলের বাগান
মুক্তাজিপুর গ্রামে,
নানান বর্ণের সুগন্ধি ফুল
বিকছে স্বল্প দামে ৷
ফুলের গন্ধ ছড়িয়ে দিচ্ছে
মদিনার বাতাস,
ফুল বাগানের পরশ পেয়ে
ভোমরের উল্লাস ৷
আকাশ থেকে চাঁদ সিতারা
ফুলের গন্ধ চুমে,
মৌ মাছিরা মধু খেয়ে
লুঠিয়ে পড়ে ঘুমে ৷
গুন গুনা গুন শব্দ করে
উড়ছে ভোমর ওলি,
রোজ সকালে রং ছড়িয়ে
ফুটছে নতুন কলি ৷
হাকালুকির দক্ষিণ পাশে
সেই ফুলের বাগান,
আদর করে নাম দিয়েছে
হিফযুল কোরআন ৷
পাবে যদি ফুলের পরশ
নয়তো বেশী দূর,
জাব্দা গ্রামের উত্তর পাশে
গ্রাম মুক্তাজিপুর ৷
রমজান আলীর জন্মভূমি
সেই বাগানের পাশে,
উত্তরের বাতাসে বয়ে
ফুলের খুশবু আসে ৷
সেই বাগানের সেবা দিচ্ছেন
যতো মু’মিন ভাই,
আমি তাদের কদম ছুঁয়ে
স্বাগত জানাই ৷
Leave a Reply