০১
আমার গল্পের জন্য শুধু
দাদীই সেরা,
নাতির জন্য তার হৃদয় শুধু
মায়ায় ঘেরা
০২
গ্রীষ্মের রোদ্দুর, বর্ষার বারি
শরতে কাশফুল, শীতের বুড়ি।
বসন্তের কোকিল, তার কুহুকুহু স্বর
ঋতু তুমি পাল্টাও কিন্তু তোমার ছবি অনড়।
০৩
হেঁটেছি লংলার বাগানে
দেখেছি প্রকৃতি,
জেনেছি লংলার বাগান
সুন্দর অতি।
Leave a Reply