সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: বৃটেন ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান আল-খায়ের ফাউন্ডেশনের সহযোগীতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নতমানে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৭ জানুয়ারী) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ককম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কমুদ রঞ্জন দেব, ডিপুটি কমান্ডার মো: মোয়াজ্জেম হোসেন ও মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধূরী, সহসভাপতি মো: কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোয়েল, যুগ্ন সম্পাদক এম এ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধূরী, সাহাত্যে ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর সিলেট চাপ্টার এর এডমিন অফিসার হাসনাত রিফাত, প্রতিনিধি সাংবাদিক আহমেদ সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে উন্নমানের ১পিচ কম্বল, ১ জোড়া হাত মৌজা ও ১টি উলের মাংকি ক্যাপ প্রদান করা হয় এবং উপজেলার ২শতাধিক জীবিত ও মৃত্য মুক্তিযোদ্ধা পরিবারকে এ সামগ্রী প্রধান করা হবে।
আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ এর মিডিয়া প্রধান শাহারিয়ার হাবিব জানান, প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান তারেক মাহমুদ সজিব এর সার্বিক সহযোগীতা ও দিকনির্দেশনায় তারা এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৃটেন ভিত্তিক এ প্রতিষ্ঠানের পৃথিবার প্রায় ৭০টি দেশে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম অব্যহত আছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply