তিস্তা তুই একটা হৃদয়হীন নদি,
তোর বুকে এতোটা দয়া
থাকতো তবে যদি।
তুই তো তোর মাথাটা শুধু,
নিচু করে চলিশ।
ডানে বামে তাকাশ না কিছু,
সোজা পথে বহিশ।
তোর বুকে বসতি গড়ে,
কতো জেঠা খুরা।
চাচা চাচি, বন্ধু ভাই,
নিয়েছে কতো আরও থাই।
তোর জলে পিপাসা মেটায়,
তেষ্টা মেটায় আবার তাতে।
তোর মাটিতে ফসল ফলিয়ে,
জীবন তাদের বাঁচে।
এতটুকু বুঝিস না তিস্তা,
পাষাণ হৃদয় জানি তোর।
কতো আশায় আপনজন তোর,
পাশে তোর বুকে বসতি গড়ে,
বাঁধবে সুখের ঘর।
তোর কি না পাষাণ হৃদয়,
হয়ে গেলি তুই পর।
বিনা দোষে ভাঙিস তাদের,
বসত বাড়ির সারি।
ওরা যদি না থাকে তো,
কে দেবে তোর বুকে পারি।
তুই তো তাদের বাসিস না ভালো,
তারা তোকে ভালোবাসে।
তোকে ভালোবেসে তাদের,
জীবন বাচবে শেষে।
তারিখ : ২৫|০২|২০২৩ ইং।
Leave a Reply