দ্বীন দুনিয়ার বাদশাহ্
ওগো সর্বশ্রোতা,
দ্বীন দুনিয়ার স্রষ্টা
ওগো সর্বজান্তা।
ওগো আমার আল্লাহ্,
আমি তোমার বান্দাহ্।
দেখাও মোরে সঠিক পথের দিশা,
হয় যেন পূরণ,
জান্নাত পাওয়ার সেই আশা।
মনের মাঝে সদা জাগে
নামটি যে তোমার,
তুমি ছাড়া দয়া করার
কে আছে আমার?
Leave a Reply