এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি কর্তৃক কুলাউড়া কেন্দ্রীয় কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গনে শনিবার (১০ জুন) সকালে দিনব্যাপি শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক ডা. অরুণাভ দে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সদস্য সচিব অজয় দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ্রী সুশীল সেনগুপ্ত।
শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ড. রজত কান্তি ভট্টাচার্য্য, শ্রী সুদীপ কুমার চৌধুরী, শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য্য, শ্রী মলয় পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দ শ্রী রতœজিৎ ভট্টাচার্য্য, অশোক কুমার ধর, বিচিত্র দে, বিষ্ণুপদ দে, স্বপন কুমার দেব রতন, সত্যজিৎ ভট্টাচার্য্য, সত্যজিৎ পাল, সুজিত দে, সুজিত দেব, নৃপেন্দ্র পাল, বাদল শুক্লবৈদ্য, প্রশান্ত দত্ত, বিকাশ চন্দ প্রমুখ।
এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শতাধিক ভক্তমন্ডলী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পরে মহা প্রসাদ বিতরণ ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপে ২১ জন এবং ৮ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে ২৪ জনসহ মোট ৪৬ জন কোমলমতি শিশু, কিশোর কিশোরী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।#
Leave a Reply