নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) :: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এক ব্যতিক্রমী উদ্যোগে পতিত জায়গায় ফলজ বৃক্ষের চারা রোপন করেছেন।
তিনি তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনের পতিত জায়গায় উন্নত জাতের ১০০টি চায়না-৩ কমলা এবং বারি-২ মাল্টার চারা রোপন করেন।
এ ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এস এম হাবিবুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ রকম ব্যতিক্রমী বৃক্ষরোপনের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।
তিনি আরো বলেন, ভূমি অফিসগুলোতে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা আসেন, তাদের অনেক কৃষক ভাই, উদ্যোক্তা, শিক্ষিত তরুন, বেকার যুবক। আমাদের মূল টার্গেট এসব লোকজনের মাঝে এই কমলা এবং মাল্টা বাগানটি প্রমোট করা। এ এলাকার মাটি অত্যন্ত উর্বর। যদি সঠিক ভাবে এসব ফলের চাষাবাদ করা যায়। তবে আমি বিশ্বাস করি আক্কেলপুর উপজেলা সুস্বাদু এসব ফল নগরের বিপ¬ব ঘটানো সম্ভব।#
এনএ/জেএইচজে
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply