বড়লেখা প্রতিনিধি::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘এবারের নির্বাচন বড় একটি চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুধু বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নয়, ওই বিদেশী পরাশক্তির বিরুদ্ধে। যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এ দেশ স্বাধীনতা পেয়েছে। আমাদের দায়িত্ব হবে এই স্বাধীনতাকে সুরক্ষা, গণতন্ত্রকে সুরক্ষা করা। তাই আমাদের উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষায় শেখ হাসিনার বিকল্প কেউ নেই। সেই কারণে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ধরে রাখতে হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে নির্বাচনী দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত করে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
শাহাব উদ্দিন এমপি আরো বলেন, ‘আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে ছিল তখন ওই পরাশক্তি বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের দৃঢ় প্রত্যয়ের কাছে পাকিস্তানি হানাদার ও অপশক্তি পরাজিত হয়। দেশ স্বাধীন হয়। ওই পরাশক্তি আজও আমাদের সকারের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। তাদের সাথে সরিক হয়েছে বিএনপি-জামায়াত।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিধান দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্ত্তী প্রমুখ।
এরআগে বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন এমপি। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনাম উদ্দিন। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply