বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার প্রার্থী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মন্ত্রী বড়লেখা পৌরসভার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট প্রদান করেন। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৫৪২। এরমধ্যে পুরুষ ১২৫৯ ও মহিলা ১২৮৩ জন।
একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬৩৫। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯৬৫। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৭০।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ালেও শনিবার তিনি নির্বাচন বর্জন করেছেন। ফলে আসনটিতে আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রার্থী শাহাব উদ্দিনের (নৌকা) সঙ্গে লড়ছেন তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম (ট্রাক)। আসনটিতে শক্ত কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী শাহাব উদ্দিনের (নৌকা) বিজয় অনেকটা নিশ্চিত।
Leave a Reply