নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ ( আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বপ্নের পদ্মা সেতু তৈরি, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র ও মাতার বাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, মেট্রোরেল নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, তেমনি শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমান
সরকার ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেওয়ায় বিভিন্ন মহল থেকে ধন্যবাদ জানান হচ্ছে।
তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থা স্মার্ট করার পাশাপাশি দরকার স্মার্ট শিক্ষক। বুধবার ২৪ জানুয়ারী আত্রাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কথাগুলো বলেন।
বিদ্যালয়ের সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সভাপতিত্বে শিক্ষক তপন কুমার সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল
ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply