প্রভু
তিতান ব্যানার্জী
খ্রীষ্টাব্দের জনক তুমি
তুমি মোদের পিতা।
মেরি মায়ের পুএ তুমি,
তুমি মোদের প্রভু ।।
রোম থেকে কলকাতা,
বড়দিনে মাতোয়ারা।
দিন শুরু তোমার নামে
বলি সবে হ্যাপি খ্রীসমাস।
ক্রুশেতে বিদ্ধ হয়ে
প্রান দিলে ওগো জোতির্ময়
শিখালে করতে ক্ষমা,
ওহে প্রভু দয়াময়।।
মুখে তোমার জ্ঞ্যানের বানি
তুমি মোদের গুরু।
গুরু বিনা হয়না কিছুই,
পথ ভোলা এক পথিক।।
যোগে, যোগে, যোগ হয়,
এক যোগ যায় ক্রুশে
অন্যটি যায় ঔষধে,
হয় রোগ নিরাময় ।।
ঈশ্বরের পুএ তুমি,
তুমি মোদের যীশু।
সবারে বেশেছো ভালো,
তুমি জগতের আলো।।
Leave a Reply