মোঃ বুলবুল ইসলাম ,কুড়িগ্রাম প্রতিনিধি :: রাজারহাটে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দু’দিন ব্যাপি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকাল ১১ টায় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে দু’দিন ব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা।
ছিনাই হাট জামে মসজিদের ইমাম আমিনুল ইসলাম, চওড়া জামে মসজিদের ইমাম দেলদার আলী, ভাটিটারি জামে মসজিদের ইমাম আব্দুস সোবাহান সহ আরো অনেকে।
আরো বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার,কমিউনিটি ফ্যাসিলিটেটর আপেল মাহমুদ,মিনহাজুল ইসলাম,সাইদুল হক প্রমুখ। অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ২০জন ইমাম অংশ গ্রহণ করেন।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply