কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: টানা বর্ষনে ও উজানের ভারতীয় পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সড়কের পাশে ৩টি টিলা ও আদমপুর ইউনিয়নের কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে দু’টি ঘর সম্পূর্ণ ও চারটি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। পাহাড়ি টিলায় বসবাসরত কালেঞ্জি পুঞ্জিতে আরো দশ পরিবার ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে। ধ্বসে যাওয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিনের টানা বর্ষনে পাহাড় টিলা অধ্যূষিত কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সড়ক ঘেষে তিনটি টিলা ধ্বসে পড়ে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যান চলাচল। অন্যদিকে আদমপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে বসবাসরত এলাকায় পাহাড়ি টিলা ধ্বসে পড়ছে। মঙ্গলবার সন্ধ্যায় কালেঞ্জি পুঞ্জিতে পাহাড়ি টিলা ধ্বসে নাঈট কেন্দ্রিয়াম ও লং কাসিয়াম এর স্ত্রীর ঘর সম্পূর্ণ ধ্বসে পড়ে। এছাড়া একই স্থানে আরো চারটি পরিবারের বসতঘর আংশিক ধ্বসে পড়েছে। ওইস্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন আরো ১০টি পরিবার।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন জানান, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি টিলা অঞ্চল কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে দু’টি বসতঘর সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে। আরো চারটি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। খাসিয়া পুঞ্জির এই এলাকায় আরো ১০টি পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। সরেজমিনে দুর্গম এই অঞ্চল পরিদর্শণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিকভাবে তাদের কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সত্যতা নিশ্চিত করে বলেন, টিলা ধ্বসে দুর্গম পাহাড়ি এলাকা কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের চারটি ঘর বিধ্বস্ত হয়েছে। তাছাড়া টানা বৃষ্টিপাতের কারনে কমলগঞ্জে ভয়াবহ বন্যারও সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন এসব বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখছে।#
Leave a Reply