এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ৭ ডিসেম্বর নানা আয়োজনে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ১৫ অক্টোবর। প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইন প্রক্রিয়ায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।
১৫ অক্টোবর কলেজ মিলনায়তনে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান। রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও প্রভাষক আক্তার হোসেন ও যুগ্ম-আহ্বায়ক সমরেশ দাশের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও উৎসবের অর্থ কমিটির আহ্বায়ক নজমুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান, ইংরেজি বিভাগের প্রভাষক গোলাপ মিয়া, প্রভাষক মালিক হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, শিক্ষক সুজন আহমদ, তোফায়েল বেগ, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, শিক্ষার্থী মোঃ আব্দুল কাইয়ুম, জুয়েল আহমদ প্রমুখ।
১৯৯৮-১৯৯৯ সেশনের ১ম ব্যাচের শিক্ষার্থী ও কলেজের বর্তমান ইংরেজি বিষয়ের প্রভাষক গোলাপ মিয়ার কাছে রেজিস্ট্রেশনের অনলাইন কপি প্রদানের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয়। এছাড়া চলতি বছর জিপিএ ৫ প্রাপ্ত নারগিস জান্নাত চৌধুরী শেমা, সুমাইয়া নিশাত, কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম ১ম দিন অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।
উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক গোলাপ মিয়া জানান, চলতি বছরের ৭ ডিসেম্বর সম্ভাব্য তারিখে লংলা আধুনিক ডিগ্রী কলেজে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এতে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবটি মিলন মেলায় পরিণত হবে বলে আশাবাদী।
অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে কয়েকবার শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রস্তুতি সভা করে উৎসবকে সফল করতে গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, টিশার্ট-ক্যাপ, আপ্যায়নসহ বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে উক্ত উৎসবে যুক্ত হতে পারবেন। ##
Leave a Reply