মো হা ম্ম দ দী দা র হো সে ন
দিলাম ইলিশ, পেতে পিঁয়াজ;
তাতেই বাড়লো ঝাঁঝ!
বছর ঘুরতেই এমন কাজ,
করে কোন পিঁয়াজবাজ?
ইলিশ ভাজা খেতে মজা,
সঙ্গে থাকলে পিঁয়াজ!
তাইতো পিঁয়াজ বন্ধ সোজা,
বুঝতে পেরেছি আজ।
প্রতিবেশী দেশ, সম্পর্ক বেশ;
সদায় রাখে খোঁজ;
না কাটতে ইলিশের রেশ-
থামালো পিঁয়াজ ভোজ!
চিল্লাচিল্লি চলছে হুদাই –
বাড়ছে শুধু মুসিবত;
দিনশেষে দেখবে সবাই –
পিঁয়াজবাজির কেল্লাফত!!
Leave a Reply