বড়লেখা প্রতিনিধি::
জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির টহল দল স্থানীয় জনসাধারণের সহায়তায় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। মঙ্গলবার সকাল সাতটায় বিজিবি লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে টহল দল দুই দফা অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকেলে আটককৃতদের জুড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।
আটককৃতরা হচ্ছে- বাগেরহাট জেলার শরণকোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মহব্বত আলী হাওলাদার (৬৫) ও তার ছেলে রবিউল হাওলাদার (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জ গ্রামের সেলিম মিয়া (৪০) ও বুলাইল শান্তিনগর গ্রামের মো. আবু নাঈম (২৪), বরগুনা জেলার আমতলী উপজেলার কুলাইর চর গ্রামের মো. মহিম (২৬), বগুড়া জেলার সরিয়াকান্দি উপজেলার আমতলি গ্রামের মো. রাশেদ ইসলাম (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দিঘরকল্লা গ্রামের মো. মামুন (২৮) ও চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হরিনগর তাতিপাড়া গ্রামের মো. আশরাফুল ইসলাম (৩৫)।
বিজিবি ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সমসাময়িক প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক টহল চলছিল। সকাল সাতটার দিকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন লাঠিটিলা বিওপির সীমান্ত পিলার ১৮০৫/এম নিকট দিয়ে অবৈধভাবে দুই ব্যক্তি অনুপ্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। সীমান্তের শূন্যরেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর কচুরগুল এলাকা থেকে প্রথমে মোহব্বত আলী হাওলাদার ও তার ছেলে রবিউল হাওলাদারকে আটক করে বিজিবি। পরে আটককৃতদের তথ্যমতে কচুরগুল এলাকার চা বাগানে অভিযান চালিয়ে বিজিবি অবৈধ অনুপ্রবেশকারি আরো ৬ ব্যক্তিকে আটক করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক ৮ ব্যক্তির ৬ জন প্রায় ১ বছর পূর্বে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সেখানে অবৈধভাবে বসবাস করছিল। আটক অন্য ২ ব্যক্তি গত ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারত হতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদেরকে আটক করেছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মঙ্গলবার বিকেলে তাদেরকে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply