কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জেরের আলীনগর ইউনিয়নের কামারছড়া বনবিট সংলগ্ন সরকারি খাস ৬ শতক জমি দখল করে সেখানে টিন শেড ঘর নির্মাণ করলেন একজন ইউপি সদস্য। বনবিট কর্মকর্তা বিষয়টি ২ মাস আগে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও জরিপ করে জমি উদ্ধারের নামে প্রশাসন এখনও কোন ভূমিকা রাখেনি। এ বিষয়ে দেখার যেন কেউ নেই। কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জের কামাঢ়ছড়া বনবিট সংলগ্ন ও আশ্রায়ণ প্রকল্পের সামরে টিলায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণের এ ঘটনাটি ঘটে।
সরেজমিন খোঁজ নিয়ে দেখা যায়, কামারছড়ার কালিছলি আশ্রায়ন প্রকল্পের সামনের টিলা ও কামারছড়া বনবিটরের ১২ নং প্লটের সরকারি জমির ৬ শতক দখল করে সেখানে টিন শেড ঘর নির্মাণ করা হয়েছে। আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ৬ নং আলীনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল হোসেন এ জমি দখল করে সেখানে টিন শেডের ঘর নির্মাণ করছেন। এই ইউপি সদস্য খুবই প্রভাবশালী বলেন কেউ কথা বলার সাহস পায় না। এমনকি বনবিভাগও তার বিরুদ্ধে কথা বলে না। ইউপি সদস্যের উপর আরও অভিযোগ রয়েছে তার প্রভাবে কামারছড়া ও সুনছড়া থেকে অবৈধভাবে ও অপরিকিল্পতভাবে বালু উত্তোলন করা হয়।
কামরছড়া বনবিট কর্মকর্তা আহমেদ আলী বলেন, প্রায় ২ মাস আগে তিনি মৌখিক অভিযোগ পেলে কমলগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। বনবিভাগের জমি না হলেও এটি সরকারি খাস জমি। উপজেলা প্রশাসন জরিপ করে বিহিতি ব্যবস্থা গ্রহন করবেন বলে তাকে জানিয়েছিলেন।
অভিযাগে সম্পর্কে ইউপি সদস্য আবুল হোসেনের মুঠোফোনে (০১৭৫৯৮২৯১৩৬) কয়েক দফা ফোন করলেও তিনি ফোন ধরেননি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন।#
Leave a Reply