বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনে পরিবেশ বিপর্যয় ও রাস্তাঘাটের ক্ষতিসাধনের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড ও ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মুচলেকায় দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবারের জাতীয় ও স্থানীয় দৈনিকে ‘বড়লেখায় মাটিবাহী ট্রাক্টরে বিনষ্ট গ্রামীণ সড়ক’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে ওই দিন সকালেই উপজেলার তালিমপুর ইউনিয়ন এলাকায় কৃষিজমি ও গ্রামীণ সড়কে পুলিশ নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন ইউএনও তাহমিনা আক্তার ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।
ইউএনও তাহমিনা আক্তার মুর্শিবাদকুরা গ্রামের কৃষিজমিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাব্বির আহমদকে ৬ মাসের এবং জয়দুল ইসলামকে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ মাটি কর্তনের দায়ে রাজন আহমদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মো. মোর্শেকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও তাহমিনা আক্তার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রাক/ট্রাক্টরে পরিবহনের কারণে পরিবেশ বিপর্যয় ও গ্রামীণ বিভিন্ন সড়কের মারাত্মক ক্ষতিসাধনের অভিযোগ পেয়ে শনিবার সকালে তিনি ও সহকারি কমিশনার (ভূমি) পৃথক অভিযানে নামেন। এসময় ৬ ব্যক্তিকে আটক করে মুচলেকায় দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড এবং ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। পরিবেশ সুরক্ষায় এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply