কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে গঠন করে সভাপতি মৌলভীবাজার জজ কোর্ট এর অ্যাড. রেজাউল করিম পারভেজকে নির্বাচিত করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত করা সভাপতি রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত করা হয় শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত করা হয় অভিভাবক প্রতিনিধি মো. আব্দুর রউফ এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি
পালকে সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয়।
শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল সত্যতা নিশ্চিত করে বলেন, এডহক কমিটি গঠনের পরবর্তী ছয় মাসের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।##
Leave a Reply