ছাত‌কে সোনাই নদী থেকে বালু লুটপা‌টের অভি‌যো‌গে বালু বোঝাই ৩ ইঞ্জিন চা‌লিত নৌকাসহ ২জন গ্রেপ্তার! ছাত‌কে সোনাই নদী থেকে বালু লুটপা‌টের অভি‌যো‌গে বালু বোঝাই ৩ ইঞ্জিন চা‌লিত নৌকাসহ ২জন গ্রেপ্তার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম : হামলাকারি গ্রেফতার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ নিলেন কুলাউড়াবাসী মৌলভীবাজারে ইকোপার্ক এলাকায় অবৈধ টিলা কর্তনে ৫০ হাজার টাকা জরিমানা মব কালচার মানুষের মধ্যে ভয় আতংক তৈরি করে রেখেছে– রুহুল কবির রিজভী দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরীজীবিদের কমলগঞ্জে রাস্তার পাশে সরকারী জায়গায় স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ কমলগঞ্জে ঘরের ফ্যানের  সঙ্গে ওড়না পেঁচিয়ে যুবতীর আত্মহত্যা বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কমলগঞ্জে টমেটো গ্রাম বনগাঁও এলাকায় কাঁচা রাস্তায় সীমাহীন ভোগান্তি

ছাত‌কে সোনাই নদী থেকে বালু লুটপা‌টের অভি‌যো‌গে বালু বোঝাই ৩ ইঞ্জিন চা‌লিত নৌকাসহ ২জন গ্রেপ্তার!

  • শনিবার, ২৮ জুন, ২০২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

ছাত‌কে রা‌তে সোনাই নদীতে অ‌বৈধ ড্রেজার দি‌য়ে বালু লুটপা‌টের অভি‌যো‌গে বালু বোঝাই ইঞ্জিন চালিত ৩টি স্টীলের তৈরী নৌকাসহ দুই ব‌্যক্তিকে যৌথ বা‌হিনী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে। গত শ‌নিবার দুপু‌রে আসামী‌দের অ‌বৈধ ভা‌বে বালু ল‌টিপা‌টের মামলায় গ্রেপ্তার দে‌খি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জানা যায়,বিএন‌পি, যুবদল,সেচ্ছা‌সেবক দল, জামায়াত ও আওয়ামীলী‌গসহ তিন গ্রুপ মি‌লে চৈলা, সোনাই নদী পিয়াইন নদী‌তে প্রতিরা‌তে লাখ লাখ টাকা অ‌বৈধ ভা‌বে সোনাই নদী‌তে বালু উত্তোলন ক‌রে আস‌ছে। এসব বালু সারা‌দে‌শে পাচার করা হ‌চ্ছে।থানা পু‌লিশকে  ম‌্যা‌নেজ প্রতিরা‌তে বালু লাখ লাখ টাকা লুটপাট চল‌ছে।

গত ২৮ জুন রাতে  নৌপুলিশ খবর পে‌য়ে  ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম  আহনাফ শাহরিয়ার ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ‌জেলার ইসলামপুর ইউনিয়‌নের এমদাদনগর গ্রামস্থ চৈলতার ঢালা নামক স্থানে অ‌ভিযান চা‌লি‌য়ে  রাতের গভীরে অ‌বৈধভা‌বে বালু উত্তোলনের সময় ৩টি ইঞ্জিন চালিত স্টীলের তৈরী নৌকাসহ ২ জনকে গ্রেপ্তার ক‌রে‌ছেন। স্থানীয়রা অভি‌যোগ ক‌রেন, থানা পু‌লিশের ও‌সির ভু‌মিকা রহস‌্যজনক ।

আটককৃতরা আসামীরা হ‌লেন,সুনামগঞ্জের তা‌হির পুর উপ‌জেলার ফকিরনগর গ্রা‌মের মৃত রিয়াজ উদ্দিনের ছে‌লে আলী হোসেন (৩২) একই জেলার জামালগঞ্জ উপ‌জেলার মমিনপুর গ্রা‌মের মৃত চাঁন মিয়ার ছে‌লে মফিজ মিয়া (৪০)। এঘটনায় নৌপু‌লিশের ইনচাজ আনোয়ার হো‌সেন বাদী হ‌য়ে ৫জ‌নের মামলা দা‌য়ের ক‌রা হ‌য়ে‌ছে। এ মামলায় আটককৃত দুজন‌কে গ্রেপ্তার দে‌খিয়ে গত শ‌নিবার দুপু‌রে সুনামগঞ্জ আদালা‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এব‌্যাপা‌রে নৌ পু‌লিশের ইনচাজ আনোয়ার হো‌সেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্টিত ক‌রে ব‌লেন উপ‌জেলার ইসলামপুর ইউপির অর্ন্তগত এমদাদনগর গ্রামস্থ চৈলতার ঢালা নামক স্থানে প্রভাবশালী তিন গ্রুপ মি‌লে  গভীর রা‌তে নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উত্তোল‌ন কর‌ছে। ৩টি ইঞ্জিন চালিত স্টীলের তৈরী নৌকাসহ ২জন আসামীসহ (তিন হাজার একশত) ঘনফুট বালু জব্দ করা হ‌য়ে‌ছে। ৫ জ‌ন আসামীর ম‌ধ্যে দুজন গ্রেপ্তার করা হ‌লে ও তিনজন র‌য়ে‌ছে পলাতক।###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews