কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী। বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন।
কমলগঞ্জ সদর ইউনিয়নের তহশীলদার কমলেন্দু ভট্টাচার্য্য জানান, প্রায় দুই বছর ধরে একটি প্রভাবশালী মহল আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে অবৈধভাবে ১টি পাকা ও ১টি টিনসেড ঘর নির্ম্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিস থেকে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। পরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে একাধিকবার নোটিশ করার পরও দোকান উচ্ছেদ করেনি। পরিশেষে বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবৈধভাবে স্থাপিত দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply