ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
“গ্রীণ ক্লিন ও আলোকিত বুরুঙ্গা ইউনিয়ন” এই শ্লোগান বাস্তবায়নে ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার বুরুঙ্গা বাজার বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সভাপতি মো. আব্দুল মুকিত।
সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক নাবিল আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ৭ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার সড়কের পাশে এবং গ্রামীণ অবকাঠামোর খালি জায়গায় এসব ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। আমরা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল হাসান,শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আহমদ আলী হেলালী,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিত,সাবেক সাধারণ সম্পাদক কাজী খলিলুর রহমান,সদস্য আলতাব আলী,ফারুক মিয়া,রাসেল আহমদ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজ,বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসা ও পশ্চিম তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ গোপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সদস্য সুহেল মিয়া।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply