কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আয়োজনে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আহবায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফজুল কবির, জেলা বিএনপির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর যুগ্ম আহবায়ক অর্জুন দেব, কোষাধ্যক্ষ শিবদাস দেব শিবু, সঞ্জয় কান্তি দেব প্রমুখ। পরে সংগীতময় গীতা পাঠ করেন শিক্ষক উত্তম লোহার। বেলা ২টায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া ভাগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পাত্রখোলা চা বাগানে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এদিকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রহিমপুর, পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, আলীনগর, মাধবপুর, দেওছড়া চা বাগান চা বাগানসহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply