কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি উদ্যোগে লালন সাইঁ ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অ: দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রাফি উদ্দিন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। পরে একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, লালন ধর্ম, বর্ণ, গোত্র, বা জাত-পাতের সকল প্রকার বিভেদকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখতে চেয়েছেন, যেখানে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাঁর কাছে ভেতরের ‘মনের মানুষ এর সাধনাই ছিল আসল সাধনা। তিনি প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে মানবতার মুক্তি এবং সহজ-সরল জীবনবোধের কথা প্রচার করেছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply